তিস্তা নদী ভাঙন রোধে ব্যবহৃত জিও ব্যাগ পাচারকালে জনতার হাতে আটক

2025-10-12 19:20:05

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী ভাঙন রোধে ব্যবহৃত ৩১০ পিস জিও ব্যাগ আটক করেছে স্থানীয় জনতা। গত ১০ (অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় ডিমলা উপজেলার ইসলামিয়া কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সরকারি উদ্যোগে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়়নের কলোনী বাজার এলাকায় তিস্তা নদী ভাঙন রোধে জিও ব্যাগ গুলো আনা হয়েছিল। জরুরী কাজে ব্যবহার না করে একটি অসাধু চক্র সেই ব্যাগগুলো চুরি করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের চেষ্টা করে।

জানা গেছে,নীলফামারীর ডিমলায় সাম্প্রতিক বন্যায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ রুপ ধারণ করে টি-বাঁধ ভাঙ্গনের সৃষ্টি হয়। ভারত থেকে ধেয়ে আসা পানির ¯্রােতের কারনে পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিহেশ্বর টি-বাঁধ সহ অনেক এলাকা ভাঙ্গনের সৃষ্টির হয়ে ঝুকিতে পড়ে। উপজেলা প্রশাসক, ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বন্যা মোকাবেলায় অক্লান্ত পরিশ্রম করেন। এ সময় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) কর্মকর্তারা পূর্ব ছাতনাই ইউনিয়নের একাধিক স্থানে ভাঙ্গন রোধে তাদের সরবরাহ কৃত প্রায় দুই হাজার জিও ব্যাগ সরবরাহ করেন। ভাঙ্গন রোধে জরুরী কাজের সরবরাহকৃত জিও ব্যাগের মধ্যে প্রায়় এক হাজার জিও ব্যাগ খোয়া যায়। পাউবো কর্তৃপক্ষ খোয়া যাওয়া জিও ব্যাগের মধ্যে একশত দশটি জিও ব্যাগ উদ্ধার করেছে। বাকী গুলো উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছে পাউবো কর্তৃপক্ষ।

এলাকাবাসীর অভিযোগ, আটককৃত জিও ব্যাগগুলি ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবোর)। জিও ব্যাগগুলি পূর্ব ছাতনাই ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক ও ঐ ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মনির হোসেন অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে জলঢাকা উপজেলায় অটোভ্যান যোগে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় জনতা আটক করে।

আটকৃত জিও ব্যাগগুলি শুক্রবার রাতেই উপজেলা নির্বাহী অফিসার মো,ইমরানুজ্জামানের নির্দেশে ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেবের হেফাজতে রাখা হয়েছে। আটককৃত জিও ব্যাগ নিজ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু তালেব।

এ ব্যাপারে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো.সালামত ফকির জানান, পূর্ব ছাতনাইয়ের ঝাড়সিংহেশ্বরে সম্প্রতি বন্যায় ভাঙ্গন রোধের জরুরী কাজ করার সময় কাজে ব্যবহৃত বেশ কিছু জিও ব্যাগ খোয়া যায় সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। আটক হওয়া জিও ব্যাগ সেগুলো কিনা যাচাই চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান জানান, তিস্তা নদীর ভাঙ্গন রোধের কাজে ব্যবহৃত জিও ব্যাগ লোকজন কর্তৃক আটকের বিষয়টি শুনেছি। আটককৃত জিও ব্যাগগুলি সদর ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে যাচাই করে প্রয়োজেনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।