কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে ক্ষতিগ্রস্থ মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঈমান আলী, চরশৌলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,ন্যাপ ভাসানী জেলা শাখার সভাপতি মেহেরুল্লাহ মুন্সি, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ৬/৭মাসে ধরে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত রৌমারী উপজেলার চরশৌলমারী, বন্দবেড় ইউনিয়ন এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের প্রায় এক কিলোমিটার প্রস্থ ও দৈর্ঘ্যে ৬কিলোমিটার জুড়ে ভাঙ্গন শুরু হয়েছে। এতে করে তিন ইউনিয়নের প্রায় দু’হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এছাড়াও কৃষি জমি প্রায় আড়াই হাজার একরের বেশি বিলিন হয়ে গেছে। এতে করে মানবেতর জীবন যাপন করছে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো।
ভাঙ্গন রোধে স্থায়ীভাবে একটি বাঁধ নির্মাণের দাবী জানান তারা। দাবী পূরণ না হলে দ্রæত ক্ষতিগ্রস্থ মানুষ গুলোকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়,সচিবালয়ের উদ্দেশ্যে লংমার্চ কর্মসূচি পালন করবে বলে জানান বক্তারা।