বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে ক্রপ প্রোটেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ অক্টোবর বিকেলে পৌর শহরের বালুয়াভাটা আম্বিয়ার মোড় এলাকায় নিজ অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ও কৃষকদের মাঠ পর্যায়ে সহায়তা জোরদার করার নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়।
আলোচনা সভায় সিনিয়র মার্কেটিং অফিসার মিমপ্যাক্স এগ্রো কেমিক্যালস লিমিটেড বদরগঞ্জ তারাগঞ্জ ক্রপ প্রোটেকশন মো. পিয়ারুল ইসলাম এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন মো. রফিকুল ইসলাম রাজা আর এস এমন রাজিব এগ্রো সভাপতি বিসিপিএ রংপুর।
এক বক্তব্যে সভাপতি পিয়ারুল ইসলাম বলেন,বদরগঞ্জ ও তারাগঞ্জ ক্রপ প্রটেকশন অফিসার এসোসিয়েশনের সদস্যদের সঙ্গে কোন ব্যবসায়ী অমানবিক আচরণ করিলে সংগঠনের সকল সদস্যবৃন্দ রংপুর বিসিপিএর অনুমতিক্রমে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করা হবে। সেই সাথে সদস্যদের মধ্যে কেউ যদি অন্যায় ভাবে ব্যবসায়ীদের সাথে অমানবিক আচরণ করে অথবা ব্যবসায়ী পলিসি এবং ব্যবসায়ী নিয়মকানুনের বহির্ভূত কোন কাজ করে তাহলে সংগঠনের পক্ষ থেকে সেই সদস্যকে বাতিল বলে ঘোষণা করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্রপ প্রোটেকশন অফিসাররা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৃষির আধুনিকীকরণ ও টেকসই ফসল উৎপাদনের লক্ষ্যে মাঠ পর্যায়ে আরও সমন্বিত প্রচেষ্টা নেওয়ার আহ্বান জানান তাঁরা।