পীরগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

2025-10-12 19:24:05

পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায়, বেশি দামে পণ্য বিক্রি এবং লাইসেন্স না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেসের সামনে অভিযান চালিয়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ-দোলা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ-দোলা জানায়, লাইসেন্স না থাকা ও অনিয়মের দায়ে গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ও বেশি দামে পণ্য বিক্রি করায় পাইওনিয়ার ফার্মেসির মালিককে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেসের সেনেটারি ইন্সপেক্টর বকুল আলম ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা।

এদিকে, অভিযানের খবর পেয়ে হিমালয় ডায়াগনস্টিক সেন্টারের মালিক সহ শহরের বিভি প্রতিষ্ঠান বন্ধ করে স্থান ত্যাগ পালিয়ে যান মালিকরা।