কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে ২শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

2025-10-12 21:01:56

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে ৭২ঘন্টার ব্যবধানে দুই কন্যা শিশু পুকুরের পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’টি পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে।

জানা যায়, রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. জাকিয়া খাতুন (৯) রোববার (১২অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। বাড়ির পাশের পুকুরের পানিতে জাকিয়া খাতুনকে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি উমরমজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত করেন।

অপরদিকে, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন(৮) বৃহস্পতিবার (৯অক্টোবর) বিকাল ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়।

বিষয়টি রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত  রায়হান কবির রোববার  নিশ্চিত করেছেন। সন্তানদের হারিয়ে ওই দু’টি পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।