রংপুর মহানগরীর তাজহাট থানাধীন এলাকা হতে ফেন্সিডিলসহ ০৬ জন মাদক ব্যবসায়ী আটক

2025-10-12 21:07:07

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-১৩ এর অভিযানে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন এলাকা হতে ৩১৪ বোতল ফেন্সিডিলসহ ০৬ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার  বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনানো হয়, র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর বিকেলে র‌্যাব-১৩’র সদর কোম্পানী, রংপুর এবং সিপিসি-১, দিনাজপুর এর একটি যৌথ অভিযানে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডস্থ দর্শনা মোড় হতে লালবাগগামী সড়কের ফারুক স্টুডিওর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সিএনজি আটকিয়ে তল্লাশিকালে ৩১৪ বোতল ফেন্সিডিল এবং একটি সিএনজি জব্দসহ ০৬ জন মাদক ব্যবসায়ী আটক হয়। আটককৃতরা হলেন  মধ্যম বাসুদেবপুর এলাকার মজিবুর রহমানের মেয়ে গয়না বেওয়া (৪০), বড় ডাঙ্গাপাড়া এলাকার সুমনের স্ত্রী শাহানাজ আক্তার স্বপ্না (২৪), আব্দুল মামুনের স্ত্রী তহমিনা (২৬), বয়েন উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (৬০), সিএনজি চালক নুর ইসলামের ছেলে মোঃ সাকিব (২২), দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে মোঃ আলমগীর হাসান (২৫), ৬ জনের থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ এবং গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।