তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১১ টায় স্থানীয় জগদীসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা কাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল রানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার অর্ণিবান মল্লিক, শিক্ষক হরিপদ রায় প্রমুখ। উল্লেখ্য, ৯ থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক -প্রাথমিক থেকে নবম/সমমান সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে।