পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
পার করেছে ১৮ পেড়িয়ে যাব পাহাড়ও লালমনিরহাটের পাটগ্রামে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেসরকারি সংস্থা ব্র্যাক এর আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি কর্মসূচি( সেলফ্) এর স্বপ্ন সারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ অক্টোবর পাটগ্রাম উপজেলা শহীদ আফজাল মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বপ্ন সারথি গ্রাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাকের সেলফ্ প্রকল্পের সি ও তাসলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল বেগম সুফিয়া ও ব্রাক উপজেলা অফিসার জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব পাটগ্রাম এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।
এসময় ১৩ থেকে ১৮ বছর পেরিয়ে যাওয়া মেয়েদের গ্রাজুয়েশন সার্টিফিকেট, পুরস্কার ও ফুল দিয়ে বিদায় দেওয়া হয়।