রংপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

2025-10-14 00:38:03

নিজস্ব প্রতিবেদক:

“সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য নিয়ে রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনের শুরুতে উদ্বোধন করে একটি বর্ণাঢ্য র‌্যালি মূল নগরী প্রদক্ষিণ শেষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রমিজ আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম, সদর পিআইও মনিমুল হকসহ বিভিন্ন এনজিও সুশীল সমাজ নেতৃবৃন্দ এবং স্কাউট, রেডক্রিসেন্টের কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণকে সচেতন করা এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। বর্তমান সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দুর্যোগ যতদিন পৃথিবীতে থাকবে ততদিনই কোনো না কোনো দুর্যোগ এর সম্মুখীন হতে পারে মানুষ, তাই আমাদের সকলের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যার যার স্থান থেকে যতটুকু সম্ভব ততটুকুই  সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।