আঃ রহিম, পাগলাপীর (রংপুর) প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার ,হরিদেবপুর ইউনিয়নের হরকলিতে ফুলকপি/বাঁধাকপি চাষে অধিক মুনাফার আশায় কৃষক মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন। আগাম জাতের এ
ফুলকপি / বাঁধাকপির ফলন বেশি হওয়ায় এই কপি চাষ করে লাভের মুখ দেখার প্রত্যাশা চাষিদের। আবহাওয়া
অনুকূল ও কপিতে কোন রোগ বালাই না হলে এবার ভালো ফলন ও লাভের আশা করছেন চাষিরা। কপি চাষে বিঘা
প্রতি খরচ অনেক টাকা। হরিদেবপুর ইউনিয়নের এবার ব্যাপকভাবে চোখে পড়েছে ফুলকপি/বাঁধাকপি চাষের
চিত্র। কৃষকরা সচেতন হওয়ার কারণে ফুলকপি/বাঁধাকপি চাষে আগ্রহ বাড়ছে বলে জানান। হরকলি গ্রামের চাষি
আঃ রাজ্জাক বলেন আমি জমিতে ফুলকপি/পাতাকপি লাগাছি, আশা করিছি আবহাওয়া ভালো থাকলে দামও ভালো
পাওয়া যাবে। এদিকে রংপুর সদর উপজেলাতে শীতকালীন সবজি চাষ হচ্ছে যেমন মুলা, টমেটো, গাজর ,বেগুন, শাক
ও শিম সহ বিভিন্ন সবজি। ফুলকপি/ বাধাকপি চাষি আঃ রাজ্জাক বলেন আশা করি এই ফুলকপি/ বাধাকপি ভালো
হলে রংপুর জেলার বিভিন্ন পাইকাররা আমাদের ক্ষেত থেকে নিয়ে যাবে। কম পরিশ্রমে ভালো ফসল পাওয়া যায়।
সদর উপজেলার যে সব চাষিদের নিজস্ব জমি নেই তারাও অন্যের জমি লিজ নিয়ে ফুলকপি/ বাধাকপি চাষ
করতেছেন। রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ বলেন আগাম ফুলকপি/ বাধাকপি সহ
বিভিন্ন সবজি চাষ নিয়ে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছে।কৃষি কর্মকর্তারা মাঠ পর্ষায়ে চাষিদের
বাধাকপির ভালো ফলনের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসতেছেন। সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ে
বিভিন্ন পরামর্শ পেয়ে কৃষকরা দারুণ খুশি। কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ আরো জানান, আমরা সবসময়
কৃষকদের নিয়েই মাঠে আছি। প্রতি ইউনিয়নে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা নিযুক্ত রয়েছেন কৃষকের পরামর্শ প্রদানের জন্য।