ক্ষমা না চাইলে পুলিশের সন্তানদের পাঠদান বন্ধ করে দিবেন বলে হুশিয়ারী দিয়েছেন সৈয়দপুরে আন্দোলনরত শিক্ষকরা

2025-10-14 00:07:27

নীলফামারী প্রতিনিধিঃ

রবিবার ১৩ অক্টোবর দুপুর টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতার দাবীতে শহরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ব্যানারে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় সৈয়দপুর উপজেলার ৫৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকসহ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারীবৃন্দ। এসময় বক্তারা বলেন ঢাকা প্রেসক্লাবের সামনে যেসব পুলিশ শিক্ষকদের লাঞ্চিত করেছেন তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয় এবং উপস্থিত শিক্ষক ফোরামের নেতারা হুশিয়ারি দিয়ে বলেন উপদেষ্টা ইউটিউব দেখে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদানের পরামর্শ দেন। শিক্ষকদের প্রয়োজন নেই ইউটিউব দেখে কি শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে?

এসময় উপস্থিত বক্তারা আরও বলেন আমাদের যে বাড়িভাড়া বাবদ যে ৫০০ টাকা দেওয়া হয় এই টাকা দিয়ে আসলেই বাড়িভাড়া নিয়ে থাকা সম্ভব না এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বিশেষ সুবিধা পান কিন্তু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা কেন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে।

শিক্ষক ফোরামের নেতারা হুশিয়ারি দিয়ে বলেন শিক্ষকদের লাঞ্চিত করার ঘটনায় যদি দ্রুত আইনের আওতায় আনা না হয় তবে শিক্ষকরা আরও কঠোর আন্দোলনের যাবেন বলে জানান। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে শিক্ষকেরা বলেন পুলিশ প্রশাসন যদি শিক্ষকদের কাছে ক্ষমা না চান তাহলে তাদের সন্তানরা যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন তাদের আমরা শিক্ষকেরা পাঠদান দিবো না।