রংপুরে বিএসটিআই’র ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত

2025-10-14 23:55:58

নিজস্ব প্রতিবেদক:

"সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে - মান" স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও  বিএসটিআই’র আয়োজনে  ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। গতকাল (১৪ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের  বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর ক্যাবের সভাপতি  মোঃ আব্দুর রহমান, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ রশিদুস সুলতান বাবলু, রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর জেলা হোটেল রেস্তরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না।

অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক  মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মুবিন-উল-ইসলাম।

তিনি বলেন ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও‘র সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবস পালন করে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১শ৭৭ টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত হচ্ছে। তিনি গত এক বছরে রংপুর বিভাগের প্রতিটি জেলা এবং উপজেলায় সচেতনামুলক কার্যক্রম ছাড়াও সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।