ঘোড়াঘাটে দ্বিতীয় দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি

2025-10-14 23:54:50

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

সারাদেশেন ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে এমপিও ভুক্তি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরী কলেজ, দ্বিতীয় দিনে চলছে কর্মবিরতি মঙ্গলবার  (১৪ অক্টোবর) সারাদেশের শিক্ষকরা গত রোববার জাতীয় প্রেসক্লাবের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার জন্য পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে প্রথম দিনে অংশগ্রহণ করেন শিক্ষকরা বলেন, আমাদের এই যৌক্তিক দাবি সরকার যত দ্রুত মেনে নেবেন তত দ্রুত আমরা শিক্ষার্থীদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করব। তাই আমাদের দাবি ২০ শতাংশ বাড়িভাড়া পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত করে দিন। শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো ঘোড়াঘাট উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। প্রেসক্লাবে আন্দোলনে অবস্থানরত শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলা ও কেন্দ্রীয় নির্দেশনায় গতকাল সোমবার থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। সে কর্মসূচিতে অংশগ্রহণরত শিক্ষকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনা ঘটে। এরপর শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি সারা দেশের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা করেন। সেই কর্মবিরতি ঘোষণা বাস্তবায়ননের লক্ষ্যে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছেন। এ সময় প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস পরিচালনা করছেন না শিক্ষকরা। শিক্ষকরা বলেন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের এই দাবি দ্রুত সরকারকে মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের এই ন্যায্য দাবি মেনে নিবে না ততক্ষণ পর্যন্ত আমরা আর শ্রেণি কার্যক্রম পরিচালনা করবো না।