গঙ্গাচড়ায় নাগরিক ঐক্যে'র কর্মী সভা অনুষ্ঠিত

2025-10-15 01:20:40

নিজস্ব প্রতিবেদক:

কল্যাণ রাষ্ট্রের শপথ নিন, নাগরিক ঐক্যে যোগ দিন এ শ্লোগানে মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক ঐক্য'র রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মনোয়ারুল ইসলাম মিঠুকে আহ্বায়ক নিয়তি পদ রায়কে সদস্যসচিব করে ২৯ সদস্যের ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টাবর) সন্ধ্যায় বেতগাড়ী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা নাগরিক ঐক্য'র আহবায়ক মহিউদ্দিন আজাদ।

বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্য রংপুর জেলা কমিটির সদস্য সচিব শাহ্ মোঃ রহমত উল্ল্যাহ, সদস্য নুর আলম, মাজেদা বেগম।

নাগরিক ঐক্যে গঙ্গাচড়া উপজেলা কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সালেক সরকার।