রূপনগরে কেমিক্যাল গোডাউনে আগুন, এখনো বের হচ্ছে বিষাক্ত গ্যাস

2025-10-16 07:19:05

ঢাকা অফিস

মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন থেকে এখনো বিষাক্ত গ্যাস বের হচ্ছে। ফলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ গোডাউনের আশেপাশে ৩০০ গজে না আসার অনুরোধ জানিয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

এদিকে সকাল থেকেই দুর্ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করছেন। ইতোমধ্যে গোডাউন রোডে নিরাপত্তা বেষ্টনী লাগানো হয়েছে।

উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ, বিএনসিসি ক্যাডেট ও বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১২টির বেশি ইউনিট। তবে, প্রচণ্ড ধোঁয়া ও রাসায়নিকের উপস্থিতির কারণে উদ্ধারকারীরা ভবনে প্রবেশ করতে ও ভেতরে অভিযান চালাতে হিমশিম খাচ্ছে।