নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা ডিবি'র অভিযানে দেড় কেজি গাঁজাসহ ওয়াজেদ মিয়া ওয়াজ করনী (২৪) নামে এক মাদক কারবারী আটক হয়েছে।
আটক ওয়াজেদ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোড়ল গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া উপজেলার
লক্ষীটারী ইউনিয়নের কাকিনা টু রংপুর গামী সড়ক থেকে তাকে আটক করা হয়।
রংপুর জেলা ডিবি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাদক কারবারী ওয়াজেদ গাঁজা নিয়ে অটোরিকশা যোগে লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে রংপুর জেলা ডিবি'র এসআই মাজেদুল ইসলাম বসুনিয়া সঙ্গীয় ফোর্সসহ ওয়াজেদকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ওয়াজেদের বিরুদ্ধে থানায় মাদকবিরোধী আইনে মামলা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।