নিজস্ব প্রতিবেদক:
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সদর- ৩ আসনে গণ সংযোগে নেমেছেন দলের মনোনয়ন প্রত্যাশী রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
আজ রোববার বিকেলে রংপুর নগরীর লালবাগ রেলগেট থেকে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শুরু করেন। এরপর তিনি লালবাগ হাটের ব্যবসায়ী সহ জনসাধারণের মাঝে বিএনপি রাখতে যেতে বিতরণ করেন।
পরে বিকেল পাঁচটায় নগরীর পার্ক মোড়, চকবাজার, মডার্ন বোর্ড দর্শনা কলেজপাড়া সহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।
এ সময় মহানগর বিএনপির সদস্য সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, আব্দুস সালাম, জামিল খান,আশফাকুল বসুনিয়া আজাদ,মহসিন আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান,কোষাধক্ষ্য আশরাফুল ইসলাম,
রংপুর জেলা মটর শ্রমিক আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক মোজাফফর হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, ২৩ নং বিএনপি'র সভাপতি ফজলার রহমান, ১৫ নং বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোকলেছার রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান শ্রাবণ,মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মিন্টু, ছাত্রদল নেতা সিয়াম সহ ২৮,২২,২৭,৩২ ১৫ ও ৩১ নং ওয়ার্ড বিএনপি' এবং বঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতা সামু বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই আহ্বান জানাচ্ছি দেশের তরুণ,যুব সমাজের প্রতি। এ সময় তিনি অবহেলিত বঞ্চিত রংপুর সদর- ৩ আসনের উন্নয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।