মিঠাপুকুরে শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা করায় বাদী ও স্বাক্ষীকে হুমকির অভিযোগ, আসামী গ্রেফতার নেই

2025-10-20 01:42:33

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরেরর মিঠাপুকুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেস্টা মামলা করার বাদী ও স্বাক্ষীকে আসামীর লোকজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে । এছাড়াও, ঘটনার প্রায় ২ মাস পেরিয়ে গেলেও আসামী গ্রেফতার হয়নি। ঘটনাটি ঘটেছে উপজেলার লতিবপুর ইউনিয়নের মির্জাপুর নয়াপাড়া গ্রামে।

এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, ওই গ্রামের আজগর আলী ওরফে দুলা মিয়া প্রতিবেশি এক শিশু শিক্ষার্থীকে গত ২৭ আগষ্ট ধর্ষণের চেস্টা করেন। প্রতিবেশিরা দেখে ফেলায় সেখানে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন ওই শিশুর পিতা। কিন্তু মামলার দায়েরের পর হতে ওই শিশুটির পরিবার ও স্বাক্ষীদের হুমকি দিচ্ছে আসামী পক্ষের লোকজন।

মামলার বাদী আবুল কাশেম বলেন, আমি প্রতিবন্ধী মানুষ। স্বামী-স্ত্রী বাহিরে শ্রমিকের কাজ করি। বাড়িতে কেউ না থাকায় দুলা মিয়া আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করলে তার পরিবারের লোকজন ছিনিয়ে নিয়ে যায়। পরে মামলা করলে তারা আমাকে হুমকি দিচ্ছে। প্রায় ২ মাসেও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলার স্বাক্ষী মোজেমা বেগম বলেন, মামলা করার পর হতে আসামী পক্ষের লোকজন আমাদের হুমকি দিচ্ছে। পুলিশেরও সহযোগীতা পাচ্ছিনা। আমরা নিরাপত্তাহীনতায় আছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিঠাপুকুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুর রউফ বলেন, 'এখনও চার্জশিট দেওয়া হয়নি। তদন্ত চলছে।' আসামী গ্রেফতারের বিষয়ে জানাতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, 'বাদীর সাথে কথা হয়েছে?' হ্যা তারা আসামী গ্রেফতার ও নিরাপত্তা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন, বলে এই প্রতিবেদক প্রতিউত্তর করলে এসআই মো: আব্দুর রউফ বলেন, 'আপনার যা লেখার আছে, লেখেন।'