সুন্দরগঞ্জে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ভুখা মিছিল

নিজস্ব প্রতিবেদক:
2025-10-20 01:41:55

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ৫ ভাগ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুখা মিছিল করেছেন বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে "এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটি" এর আয়োজনে এ ভুখা মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরাতন উপজেলা পরিষদ দিয়ে নতুন উপজেলা পরিষদে এসে শেষ করেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন চন্ডিপুর আলহাজ্ব গেন্দা মরিয়ম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. বজলুর রহমান, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. আব্দুল মান্নান আকন্দ, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন, খানাবাড়ি এম ইউ দাখিল মাদ্রাসার সুপার মো. ইয়াকুব আলী, মিজানুর রহমান দাখিল মাদ্রাসার সুপার মো. ইদ্রিস আলী ও জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজমুল হুদা, শিবরাম আলহাজ্ব মো. হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের প্রদর্শক মো. আবু তাহের আলমসহ অনেকে। 

আলোচনা সভায় বক্তারা বলেন, 'দেশ গড়ার কারিগর আমরা। অথচ আজ ন্যায্য অধিকার আদায়ের জন্য থালা হাতে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জাজনক হলেও বাস্তবতার নির্মম চিত্র। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ শিক্ষকরা যদি অবহেলিত থাকে, তবে জাতি কখনোই এগোতে পারবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারীও দেন শিক্ষক নেতারা।