ঘোড়াঘাট, প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ি দাখিল মাদ্রাসার সেমিনার কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক মো.জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো.শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলু। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিক দলের ঘোড়াঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি মো.রুহুল আমিন খন্দকার মিঠু নবগঠিত কমিটির আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কসহ সদস্যদের হাতে রজনীগন্ধার স্টিক তুলে দিয়ে বরণ করে নেয়।