ঘোড়াঘাট, প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রম জীবি ও মহিলাদের নিয়ে ৩১ দভা বাস্তবায়নে মতবিনিময় সভায় অনুষ্ঠান অুষ্ঠিত হয়েছে। (১৯ আগষ্ট) রোববার সকাল ১১ টায় পৌরসভার আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন
কেউ কেউ আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, এমন কার সাধ্য আছে আল্লাহ ছাড়া কারো সামর্থ্য নেই নির্বাচনকে বাধা বাধাগ্রস্ত করার,৩১ দফার আলোকে আপনারা ঐক্যবদ্ধ হবেন যেকোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যর সামনে ভেসে যাবে, কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না, জয়যুক্ত হবে ঐক্যবদ্ধ জনগণ, আপনাদের ঐকের মাধ্যমে ধানের শীর্ষ জয় হবে তারেক রহমানের নেতৃত্বে,আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে সবার সহযোগিতা সমর্থন প্রয়োজন এবং আপনাদের সুশৃংখল ঐক্য এবং আপনাদের ভোট প্রত্যাশা করছি। তিনি আরও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন ব্যবসায়ীদের ভাইদের কাছে অনুরোধ আপনারা নির্বিঘ্নে নিঃসংকোচে ব্যবসা বাণিজ্য করবেন,বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি আপনাদের সাথে আছে।
মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও ঘোড়াঘাট পৌর মহিলা দলের সদস্য সচিব এসতেয়ারা বেগম,পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমানসহ অনেকে।এছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।