চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে আমেনা বেগম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার বেলা ১১টার দিকে নিজের শয়নকক্ষে ধরণার সাথে রশিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন। রমনা ইউনিয়নের টোন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী।
রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আকা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানা যাবে।’ তার দাবি, আমেনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে গৃহস্থালির কাজ শেষ করে আমেনা বেগম ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে ছেলের স্ত্রী আরিফা বেগম বেড়ার ফাঁক দিয়ে তাকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চিলমারী থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন,‘ এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’