মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

2025-11-01 05:44:42

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মেহেন আরা (৫৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার ব্র্যাক অফিস নামক বাজারে মহাসড়ক পারাপার হওয়ার সময় তিনি মোটরসাইকেলের ধাক্কায় নিতি গুরুত্বর আহত হন। নিহত ব্যক্তি উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত দুখিয়া মাহমুদের স্ত্রী।  তার ছেলে মেহের আলী বলেন, আমি ঢাকায় থাকি, আম্মা বাড়িতে একাই থাকেন।  সন্ধ্যার আগে আম্মা ব্র্যাক বাজারে লাউশাক কিনতে যায়। এসময় মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আম্মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় বাজারের লোকজন ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ শুক্রবার সকাল ১১টায় আম্মাকে দাফন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য খায়রাত হোসেন বলেন, ঘটনাটি কাল রাতে শুনেছি।