হিলি প্রতিনিধি:
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং পুরনো খেলাকে ফিরিয়ে আনতে দিনাজপুরের নবাবগঞ্জে চকদলু নারায়ণপুর গ্রামে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। খেলা উপলক্ষে নবাবগঞ্জসহ আশ পাশের বিভিন্ন এলাকা থেকে ১০টি তান্ত্রিক দল গ্রামীণ ঐতিহ্যবাহী পাতা খেলা প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
গণঅধিকার পরিষদ নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত খেলা চলে।
খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয় কলাগাছ। দলের পক্ষে তান্ত্রিকরা একজন করে মন্ত্র দিয়ে পাতারূপী তুলারাশি ব্যক্তিকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টেনে বশ করতে পারবে সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিচারকরা বিজয়ী ঘোষণা করেন। মানুষকে আনন্দ দিতেই কণিকরা বিভিন্ন স্থানে খেলতে যায়।
খেলায় তান্ত্রিকরা সঙ্গে মানুষের মাথার খুলি, লাঠি, জবাফুল, মন্ত্র পড়া বদনাভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতি, হরিণ ও মহিষের শিংসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় এবং গাছের বাকল ব্যবহার করেন। এর সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র। এ খেলা উপভোগ করতে চকদলু নারায়ণপুর মাঠে উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকদিন পর এমন আয়োজনে খুশি এলাকাবাসী।
আয়োজক কমিটির সভাপতি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বুলবুল আহমেদ বলেন, এত মানুষ খেলা দেখতে আসবে, তিনি ধারণাই করতে পারেননি। অনেক আগে এ খেলার প্রচলন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী পাতা খেলা হারিয়ে যেতে বসেছে। তাই এই আয়োজন করা হয়েছে। আয়োজকরা সন্ধ্যায় তান্ত্রিক বিজয়ী দলকে খাসি ও রানার্সআপ দলকে হাস পুরস্কার দেয় আয়োজক কমিটি। এছাড়া খেলায় অংশগ্রহণকারী সব দলকেই পুরস্কৃত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান সুমন, সহসভাপতি পাপ্পু মিয়া, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, অর্থ সম্পাদক সাহাবুল ইসলামসহ অনেকেই।