নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-১ আসনের এমপি প্রার্থী ও রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী বলেছেন, “ইসলামী আন্দোলনকে চাইলেই নিঃশেষ করা যায় না। কারণ এটি কোনো ব্যক্তিনির্ভর আন্দোলন নয়, বরং কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শের আন্দোলন। যত বাধাই আসুক, জনগণের হৃদয়ে ইসলামী আদর্শের প্রতি আকর্ষণ কোনোদিন নষ্ট হবে না।”
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে গঙ্গাচড়া উপজেলা পরিষদ ডাকবাংলা চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘পল্টন হত্যা দিবস’ উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রায়হান সিরাজী আরও বলেন, “রাষ্ট্রীয় দমন-পীড়ন, মিথ্যা মামলা ও নির্বিচার গ্রেপ্তারের মধ্য দিয়েও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি। ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে ত্যাগ ও সংগ্রাম অব্যাহত থাকবে।”
উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গনি, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ শফিকুল আলম এবং উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমান, উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, জামায়াত নেতা আসাদুল ইসলাম, মনিছুর রহমান ও সোহাগ রহমান প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি উপজেলা ডাকবাংলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।