প্রার্থীর স্বাক্ষর  জাল করে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ

2025-11-01 05:35:40

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে সরিফাবাদ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের নির্বাচনে এক প্রার্থীর স্বাক্ষর জাল করে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সরিফাবাদ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের নির্বাচনে মোকাদ্দেস নামে এক ব্যাক্তি মনোনয়ন নিয়েছেন। তিনি গত সোমবার থেকে ঢাকায় অবস্থান করছেন। তবে গতকাল মঙ্গলবার সকালে মনোনয়ন সংগ্রহ করে তাকে উপস্থিত দেখিয়ে তার স্বাক্ষর জাল করে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরেক প্রার্থী বলেন, আমরা সবাই নিজে এসে মনোনয়ন কিনেছি স্বাক্ষর করে জমা করেছি। তবে মোকাদ্দেস নামে এক ব্যাক্তি যাহার ভোটার নং ৪৭৯ তিনি ঢাকায় অবস্থান করছেন গত সোমবার থেকে কিন্তু মঙ্গলবার তিনি মনোনয়ন জমা দিয়েছেন। তিনি ঢাকায় থেকে এখানে কিভাবে মনোনয়ন নিয়ে স্বাক্ষর করলো।

এবিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জান সরকার বলেন, বিষয়টি আমি জেনেছি সেটি খতিয়ে দেখা হচ্ছে। কেউ আপিল করলে সেটি বাতিল করা হবে।