মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জাতিসংঘের ইউনিট প্রধান (অতিরিক্ত সচিব), ইআরডি এ কে এম সোহেল।
বুধবার প্রতিনিধি দলটি গ্রামীণ জনগণের কাছে সরকারি ও বেসরকারি সেবা পৌঁছে দেওয়া রাস্তাঘাট, খালবিল, সাঁকো তৈরি,
মামলা মোকদ্দমা নিস্পত্তি ছোটখাট ঝগড়া-বিবাদ, দাংগা-হাংগামা ও জমিজমা সংক্রান্ত বিভিন্ন বিষয়সহ
গ্রাম আদালতের খোজ খবর নেন।
পরিদর্শন কর্মসূচির আয়োজন করে ইউএনডিপি এবং বাংলাদেশ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সহযোগিতায় ছিল এটুআই, জেলা ও উপজেলা প্রশাসন।গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল সেবা সম্পর্কে খোঁজ খবর নেন এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য পরিষদের কর্মকর্তাসহ সকল জন প্রতিনিধিদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন।
উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।এটুআই’র হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, ডিজিটাল সেন্টার লিড অশোক বিশ্বাস এবং, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইউম প্রমুখ।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, উচ্চ পর্যায়ের পরিদর্শন নিঃসন্দেহে ইউনিয়ন বাসীদের জন্য একটি বড় অর্জন। রংপুর বিভাগের ৭৫ টি ইউনিয়ন পরিষদের মধ্যে আমাদের ইউনিয়ন পরিদর্শন করায় নিকট ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়নে সহায়ক হতে পারে বলে ভাবছেন এলাকাবাসী।