কু‌ড়িগ্রামে গৃহবধূ নি‌খোঁজ, উদ্ধারে কাজ কর‌ছে ফায়ার সা‌র্ভিস

2025-11-01 02:04:49

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শাফিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ রহস্যজনকভা‌বে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিলের পাড়ে তার ব্যবহিত জুতা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি সবার অ‌গোচ‌রে বের হ‌য়ে আর ফি‌রে আসেন‌নি।

নিখোঁজ নারী উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরা (বিল) এলাকার আফসার আলীর স্ত্রী।

প‌রিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শা‌ফিয়া বেগম দীর্ঘ‌দিন ধ‌রে মান‌সিক রো‌গে ভ‌ুগ‌ছি‌লেন। বি‌ভিন্ন জায়গায় চি‌কিৎসা করার পরও তার কো‌নো অগ্রগ‌তি। হয়‌নি। মঙ্গলবার রাত সা‌ড়ে ১১টার দি‌কে কাউকে কিছু না ব‌লে বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে আর ফি‌রে আসেন‌নি। প‌রে স্বজনরা তা‌কে বি‌ভিন্ন স্থা‌নে খোঁজাখুঁ‌জি কর‌লেও তার কো‌নো সন্ধান পাওয়া যায়‌নি। একপর্যা‌য়ে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরায় (বিল) পা‌ড়ে তার ব‌্যবহৃত জুতা প‌রে থাক‌তে দে‌খেন স্থানীয়রা।

প‌রে এলাকাবাসী অ‌নেক খুঁ‌জে তা‌কে না পে‌য়ে ফায়ার সার্ভি‌সে খবর দেয়। বি‌কেল সা‌ড়ে পাঁচটার দি‌কের রংপুর থে‌কে ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি ডু‌বু‌রি দল ওই বি‌লে গি‌য়ে উদ্ধার অ‌ভিযান চালায়।

ফুলবা‌ড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শওকত আলী জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। ফায়ার সা‌র্ভিস উদ্ধার অ‌ভিযান চালা‌চ্ছে।