রংপুরে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালনে ভিন্নজগতে বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত

2025-11-01 04:56:59

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব এ প্রতিপাদ্যে ৭৭ তম আন্তর্জাতিক ক্রেডিট

ইউনিয়ন দিবস পালন উপলক্ষে রংপুর বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ

বৃহস্পতিবার রংপুরের বিনোদন পার্ক ভিন্নজগত এর আর্শিবাদ হলরুমে আলোচনা সভার

আয়োজন করে কালব লিমিটেড এর ‘ক’ অঞ্চলের সকল ক্লাস্টার পরিষদ। দি কো-অপারেটিভ

ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব) এর সহযোগিতায় অনুষ্ঠানে

সভাপতিত্ব করেন কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর মো: জিল্লুর রহমান। অনুষ্ঠানে প্রধান

অতিথি হিসেবে বক্তব্য দেন, কালব লিমিটেড এর চেয়ারম্যান আগষ্টিন পিউরী ফিকেশন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কালব এর ভাইস চেয়ারম্যান মোছা: লায়লা আক্তার

মোত্তালেব, সেক্রেটারী আতিকুল্লাহ সরকার, ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, কালব এর ‘ঙ’

অঞ্চলের ডিরেক্টর রতন চন্দ্র রায়, কালব এর সাবেক সেক্রেটারী মজিবুর রহমান, সাবেক ডিরেক্টর

মাহবুবর রহমান, রংপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান আলীমুল রেজ্জা খাঁন

জুয়েল, পীরগাছা ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল,

দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, দিনাজপুর দক্ষিণ

ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান খন্দকার আবুল হাসান, নীলফামারী ক্লাস্টার

প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের

চেয়ারম্যান আবু সাঈদ, ঠাকুরগাও ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক,

কুড়িগ্রাম ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, লালমনিরহাট

ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান এলাহান কবির। সাবেক জেলা ব্যবস্থাপক উজ্জ্বল

কুমার মিত্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, দি কো-অপারেটিভ ক্রেডিট

ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব) এর জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের

চেয়াম্যান ও ক্লাস্টার প্রতিনিধিবৃন্দ।