বিরামপুর (দিনাজপুর ) প্রতিনিধি:
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাই কোন অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ অডিটরিয়ামে জন প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভায় তিনি একথা বলেছেন।
বিরামপুরের প্রস্তাবিত জেলা বাস্তবায়ন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে উপজেলা, পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদের বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবীর মিলন। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা প্রমূখ।