রাজারহাটে ২৪’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে  বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

2025-11-04 08:21:01

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্সূচীর আওতায় ২৪’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে  বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের গুদাম চত্বরে কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরনের উদ্বোধন করেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার মো. আল ইমরান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসানসহ  সুবিধাভোগী কৃষক-কৃষাণী।

২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হর বীজ বরাদ্দ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইপুন্নাহার সাথী বলেন, প্রনোদনার মূল লক্ষ্য হলো রাজারহাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের উৎপাদন বাড়ানো এবং তাদের অর্থনৈতিক সহায়তা করা।