রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে তরুণদের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) রাজারহাট উপজেলা প্রশাৃসনের উদ্যোগে উপজেলা শিশু পার্কে ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।