বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌস রহমান পদত্যাগ করেছেন।
বুধবার (০৫ নভেম্বর) বিকেলে নিজেই পদত্যাগের বিষয়টি তিনি নিশ্চিত করেন।
ড. ফেরদৌস রহমান বলেন, ‘আমি চাপ নিতে পারব না। গতকালই আমি অপারগতার কথা জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষ হওয়ার এক বছর আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, ‘কেউ কমিশনে থাকতে চান না। তবে ভিসি স্যার আশা করি সবাইকে রাজি করাবেন।’
এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬তম জরুরি সিন্ডিকেট সভায় ছয় সদস্য বিশিষ্ট ব্রাকসু নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান কমিশনার হিসেবে থাকবেন ছিলেন ড. ফেরদৌস রহমান।
অন্য সহকারী নির্বাচন কমিশনারদের মধ্যে আছেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহ্সীনা আহসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হাসান আলী।