নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় ১৮ মাসের শিশু ধর্ষণ মামলার আসামী এক কিশোরকে (১৪) সংশোধনাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (৫ নভেম্বর) বিকেলে রংপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অনুপ কুমার রায়ের আদালতে ওই কিশোর স্বেচ্ছায় আত্মসমর্পণ করে এবং তার পক্ষে জামিন চাওয়া হয়। এ সময় বিচারক শুনানী শেষে অভিযুক্ত কিশোরকে যশোরের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম।
তিনি জানান, গত ২৯ অক্টোবর সকালে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের বাসিন্দা ওই শিশু বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলছিল। পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় অভিযুক্ত কিশোর ওই শিশুকে ঘরে নিয়ে গিয়ে পায়ুপথে বলাৎকার করে। এ সময় শিশুটির চিৎকারে তার দাদী ঘরে আসলে কিশোরটি দৌড়ে পালিয়ে যায়। শিশুটির রক্তক্ষরণ হতে থাকলে প্রথম তাকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে আমরা অভিযুক্ত কিশোরকে কারাগারে পাঠিয়েছি। কারা কর্তৃপক্ষ তাকে কিশোর সংশোধনাগার পাঠানোর ব্যবস্থা করবে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকে। আসামী গ্রেফতারে পুলিশি তৎপরতা ও নানামুখী চাপে ওই কিশোর আদালতে আত্মসমর্পণ করে।