বেরোবি ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

2025-11-05 23:27:43

বেরোবি প্রতিবেদক:

যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (০৫ নভেম্বর, ২০২৫) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম প্রকল্প, উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে জ্ঞান বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে। এ সহযোগিতা থেকে উত্তরাঞ্চলের উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধান বের করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান হাতে-কলমে শেখার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে যৌথকাজের সুযোগ সৃষ্টি হবে। শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিভিন্ন গবেষণা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করেছে। এছাড়াও তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশ-কে ইন্টার্নশীপ সুবিধা প্রদানের পাশাপাশি স্কলারশীপ দেওয়ারও অনুরোধ জানান।

এ সময় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল বলেন, দারিদ্র্য বিমোচন, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং দারিদ্র্য বিমোচন সম্পর্কিত ইসলামিক রিলিফ বাংলাদেশ মডেল থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য অংশীজন উপকৃত হতে পারবেন। তাত্ত্বিক এবং প্রায়োগিক জ্ঞানের সমন্বয়ে অর্জিত জ্ঞান ও গবেষণা উভয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বকে অনন্য মাত্রায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর হেড অব প্রোগ্রাম মোঃ এনামুল হক সরকার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহিনুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।