ঢাকায় শ্রমিকের কাজে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলো তারাগঞ্জে হাবিবুর

2025-11-05 23:30:58

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

ঢাকায় নির্মাণধীন বিল্ডিয়ের কাজ করতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলেন হাবিবুর রহমান (১৮) নামের এক যুবক। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার দিয়াবাড়ি ১৭ নং সেক্টর এলাকায় একটি নির্মাণধীন বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে ৫তলা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত হন। ওই বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। হাবিবুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের তেলীপাড়া গ্রামের আছিমুদ্দিনের ছেলে। বুধবার (৫ অক্টোর)  নিহত হাবিবুরের লাশ সকালে গ্রামে আনা হলে বাবা-মাসহ স্বজনদের আহাজারিতে এলাকায় শোকবহ পরিবেশের সৃষ্টি হয়। তাকে শেষবারের মতো দেখেতে ছুটে আসেন এলাকার লোকজন। ওইদিন দুপুরে তার বাড়ির পাশের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবার ও স্থানীয় লোকজন জানান,  প্রায় ৪ মাস আগে হাবিবুর রহমানসহ একই এলাকার প্রায় ১৫-২০জন শ্রমিক ঢাকার দিয়াবাড়ি এলাকায় বিল্ডিংয়ের কাজের জন্য যায়। মঙ্গলবার দুপুরে ৫তলা নির্মাণধীন বিল্ডিংয়ের কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। এসময় অন্য শ্রমিকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাবিবুরের বৃদ্ধ বাবা আছিমুদ্দিন বলেন, হাউমাউ করে কেঁদে বলেন, দুইদিন আগোত মোর ছাওয়ার সাতোত কথা হইল , কয়দিনের মধ্যত বাড়ি আসি আবার কাজত যাইবে। মোর ছাওয়া লাশ হয়য়া বাড়িত আইল। ছাওয়ার লাশ বাবার কাছত কত যে ওজনের তা মুই কবার পাইম না। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, ঘটনাটি খুবেই দুঃখজনক। খুবেই খারাব লেগেছে।