রাজারহাট(কুড়িগ্রাম) প্রতনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার(৭নভেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠন একটি বর্ণাঢ্য র্যালী বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাড, শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব নয়ন আলী, তাঁতী দলের আহবায়ক সাজু মিয়া, কৃষকদলের সদস্য সচিব আলমগীর, ওলামা দলের আহবায়ক মাওলানা নুরুজ্জামান ও উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম প্রমূখ। বক্তরা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরেন ও আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।