নিজস্ব প্রতিবেদক:
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেছেন, ‘নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমেই প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব। শিক্ষার মূল উদ্দেশ্য শুধু বই থেকে তথ্য সংগ্রহ নয়; বরং চরিত্র গঠন। নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা শেখানো না হলে সেই শিক্ষা কখনোই পূর্ণতা পায় না। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই ধর্মীয় চেতনা, নীতি-নৈতিকতা ও সৎচিন্তার অনুশীলন করে, তাহলে তারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের সম্পদে পরিণত হবে।’
সোমবার ( ১৭ নভেম্বর) দিনব্যাপী রংপুরের গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুল আয়োজিত অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘আজকাল আমাদের শিশুদের হাতে প্রযুক্তি আছে, সুযোগ-সুবিধা বাড়ছে; কিন্তু সঠিক নৈতিক দিকনির্দেশনা না পেলে এসবই তাদের জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে। পরিবার, বিদ্যালয় ও সমাজ। তিন পক্ষের সম্মিলিত দায়িত্ব হচ্ছে শিশুকে নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। চলমান প্রজন্মকে নৈতিকভাবে দৃঢ় করতে ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।’
জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আবিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. রায়হান সিরাজী, বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন, গণঅধিকার পরিষদের প্রার্থী হানিফুর রহমান সজীব, বড়বিল ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা এবং জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান।
উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মিজানুর রহমান মিজান। পৃষ্ঠপোষকতায় ছিলেন উপদেষ্টা মারুফ রহমান।
কৃতি সংবর্ধনা পর্বে জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে উত্তীর্ণ ৩১ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৬০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজনে কুরআনুল মাজিদ ও আমপারা ছবক গ্রহণ করে ৮৫ জন শিক্ষার্থী। ছবক প্রদান করেন তাকওয়া মসজিদের খতিব মুফতি আমান উল্লাহ ও হাফেজ মাওলানা তাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, শ্রমিক নেতা শোয়াইবুর রহমান, অভিভাবক আব্দুর রউফ, মাওলানা নাজমুল ইসলাম, মোঃ সজিব মিয়া প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
অভিভাবক গোলাম আযম জানান, ‘প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ, শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি আর তাদের অংশগ্রহণের আগ্রহ—সব মিলিয়ে আজকের অনুষ্ঠানটি সত্যিই আনন্দময় হয়ে উঠেছে।’
প্রথম শ্রেণির শিক্ষার্থী তানজিলা জান্নাত অনু (৯) জানায়, ‘আজ ক্রেস্ট পেয়েছি, খুব ভালো লাগছে।’
জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ওজায়ের হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য নৈতিক শিক্ষার ভিত্তিতে দুনিয়া ও আখেরাতের কল্যাণে শিক্ষার্থী গড়ে তোলা। প্রান্তিক এলাকার শিশুদের শিক্ষায় এগিয়ে নিতে আমরা কাজ করছি।’