ব্রাকসু নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান করে তফসিল পুনঃনির্ধারণের দাবি

2025-11-19 21:24:17

নিজস্ব প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রসংসদ আইন সংযুক্তকরণ ও নির্বাচন বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করা শিক্ষার্থীরা আবারও ক্ষোভ প্রকাশ করেছেন। ঘোষিত তফসিলকে “অযৌক্তিক ও বিভ্রান্তিকর” উল্লেখ করে শিক্ষার্থীরা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।

জানা যায়, দীর্ঘ আন্দোলন, মানববন্ধন, বিক্ষোভ এবং শেষ পর্যন্ত অনশন কর্মসূচির পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে তাতে ছাত্রসংসদ আইন সংযুক্ত করা হয়। প্রশাসন শুরুতে অক্টোবরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিলেও পরবর্তী এক মাস কোনো অগ্রগতি হয়নি। পরে উপাচার্য ঘোষণা দেন, বেরোবি দেশের পঞ্চম বিশ্ববিদ্যালয় হিসেবে ছাত্রসংসদ নির্বাচন বাস্তবায়ন করবে।

কিন্তু ঘোষণার কিছুদিন পরই গঠিত প্রথম নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করেন। এরপর নতুন কমিশন গঠিত হলেও তফসিল ঘোষণায় বিলম্ব হতে থাকে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর থেকে। এরও আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে শুরু করেন। ফলে ২৯ ডিসেম্বর নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ এই সময়ে নির্বাচন হলে অধিকাংশ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

এবিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জামিল বলেন, “তফসিল এমন সময়ে ঘোষণা করা হয়েছে যখন ক্যাম্পাসে শিক্ষার্থীই থাকবে না। এটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করবে।”

শিক্ষার্থীদের দাবি, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ব্রাকসু নির্বাচন পুনঃনির্ধারণ করতে হবে। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে সতর্ক করেছেন।

এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান বলেন, “কোনো চাপ অনুভব করছি না। ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত করতে পারব বলে আশা করি। শীতকালীন ছুটি পিছিয়ে দেয়ার জন্যে আমরা লিখিত আবেদন করেছি।”

জানতে চাইলে উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, “ব্রাকসু নির্বাচন, সমাবর্তন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার জন্যে পিছিয়ে যাবে শীতকালীন ছুটি। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনার গঠন করে দিয়েছি। তারিখ ঘোষণা করার দ্বায়িত্ব নির্বাচন কমিশনের। তাদের নির্ধারিত তারিখেই ছাত্রসংসদ নির্বাচন হবে।