বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি, অন্যান্য ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, জিআরপি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং স্টেশন সংলগ্ন রেল গেট সম্প্রসারণের দাবিতে বুধবার (১৯ নভেম্বর) বিরামপুর রেল স্টেশনে পেশাজীবি ঐক্য ফ্রন্ট মানববন্ধন ও সমাবেশ করেছে। সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস বিরামপুর রেল স্টেশনে ৫ মিনিট দাঁড়িয়ে দাবির প্রতি সমর্থন জানিয়েছে।
মানববন্ধন চলাকালে পেশাজীবি ঐক্য ফ্রন্টের আহবায়ক রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাও: আনোয়ারুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফি, বিএনপি নেতা ওহেদুজ্জামান, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, সংগঠক মাহমুদুল হক মানিক, পুরাতন বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সোহেল, সিইডি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আবু বক্কর, ক্রীড়া সংগঠক মশফিকুর রহমান লিটন, দর্জি কারিগর সমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার যাত্রীরা এই রেলস্টেশন ব্যবহার করে থাকেন। বিপুল সংখ্যক যাত্রীর সুবিধার্থে এবং সরকারি আয় বৃদ্ধির লক্ষ্যে বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি বাস্তবায়ন করা প্রয়োজন।