ফুলবাড়ীতে গরীব শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

2026-01-05 08:41:55

আঞ্চলিক প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ৮ টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমরা আশা করি এই বাইসাইকেল তোমাদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক হবে। তোমরা সবাই মন দিয়ে লেখাপড়া করবে। পাশাপাশি তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

এসময় উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান,  নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমূখ ছিলেন।