গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা গোবিন্দগঞ্জে রংপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে স্থানীয় গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুলে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪ টায় দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার পাঠক ফোরামের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জিটিভি’র জেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মহন্ত, বিশেষ অতিথির বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,এ্যাডভোকেট চৌধুরী মোঃ জাবিউল হাসান। দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেনের সভাপতিত্বে এবং গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুলের পরিচালক মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের গোবিন্দগঞ্জ প্রতিনিধি এবিএস লিটন,রেজাউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট আবু সায়াদত মোঃ কাইউমসহ অন্যারা। আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।