রাজারহাটে ট্রেনে কাটা পড়ে আহত ব্যক্তির মৃত্যু

2025-11-21 16:59:08

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজারহাট রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে গুরত্বর আহত দিনমজুর প্রায় ৪ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জালড়ে হাসপাতালে অবশেষে মারা গেছেন। ওই দিনমজুর একজন হস্তশিল্পী। তিনি বাঁশের তৈরি ডালি-কুলা তৈরি করে বাজারে বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিস্তা থেকে রমনাগামী লোকাল রমনা ট্রেন বৃহস্পতিবার(২০নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজারহাট রেল স্টেশনে পৌচ্ছিলে অপরদিক থেকে রেল লাইনের ধার দিয়ে আসা শ্রবণ প্রতিবন্ধী ইউনুছ আলী ওরফে ভাষা পোড়া(৭০) ধাক্কা লেগে ট্রেনের নীচে পড়ে যায়। এতে করে তার ডান হাত- পা কেটে থেতলে গিয়ে গুরত্বর আহত হয়। ট্রেন যাত্রী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ট্রেনে কাটা পড়া ইউনুছ আলী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে প্রায় ৪ঘন্টাপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর আড়াইটায় মারা যান। খবর পেয়ে তার পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ইউনুছ আলী একজন হস্তশিল্পী। তিনি বাঁশের তৈরি ডালি কুলা বিক্রি করে কোন রকমে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছিল। তার বাড়ি রেলস্টেশনের পাশে মেকুরটারী গ্রামে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন নিশ্চিত করে বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।#