চিলমারীতে কৃষক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

2025-11-23 06:01:27

কু‌ড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদাদাবির অভিযোগে দা‌য়ের করা মামলার প্রতি‌বা‌দে মানববন্ধন ক‌রে‌ছে উপজেলা কৃষকদল।

শ‌নিবার (২২ ন‌ভেম্বর) দুপু‌রে উপ‌জেলা চত্ব‌রে উপ‌জেলা কৃষকদ‌লের আয়োজ‌নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা ব‌লেন, কৃষকের প্রনোদনার সার-বীজ কৃষকের মাঝে বিতরণের কথা থাকলেও তা প্রকৃত কৃষকরা পান না। উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক অ‌নৈ‌তিক সু‌বিধা নি‌য়ে প‌তিত আওয়ামী ফ্যাসিস্ট আমলের লিস্ট ধরে মাল বিতরণ ক‌রেন। এ সময়।স্থানীয়রা বাধা দিলে এতে উভয় প‌ক্ষের ম‌ধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। প‌রে বিষয়টা‌কে অন‌্যভা‌বে ধামাচাপা দি‌তে কৃ‌ষি কর্মকর্তা আব্দুর রাজ্জাককে মারধর ও চাঁদা দাবির অভিযোগ তু‌লে উপজেলা কৃষক দলের সদস্যসচিব আবু হানিফা সাদ্দাম ও স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদার  বিরুদ্ধে মামলা করা হয়। অ‌ভিল‌ম্বে মিথ‌্যা মামলা প্রত‌্যাহার ও সুষ্ঠু তদ‌ন্তের মাধ‌্যমে বিষয়টাকে সমাধা‌নের জোড় দা‌বি তোলেন তারা।

এ সময় বক্তব‌্য রা‌খেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ওবায়ইদুল হক খাজা, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক নুর আলম, কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আবুল কালাম প্রমুখ।

মামলা সূত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ চলাকালে কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী  উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছে টাকা দাবি ও উপকরণ বিতরণে বাধা দেন। এরপর ওই কর্মকর্তার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর করা হয়। প‌রে চিলমারী মডেল থানায় মামলা দা‌য়ের ক‌রেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

এ বিষ‌য়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আশরাফুল ইসলাম ব‌লেন, মামলা নথিভুক্ত করা হয়েছে, অভিযুক্ত আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।