কিশোরগঞ্জে পাখি শিকার রোধে বিলবোর্ড স্থাপন

2025-11-23 06:01:15

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জের পাখি শিকার রোধে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছে কিশোরগঞ্জ  উপজেলা প্রশাসন  সহযোগিতায়  স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা  এই বিলবোর্ড গুলো স্থাপন করে।

পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২” অনুযায়ী দন্ডনীয় অপরাধ সম্বলিত সাধারণ মানুষকে সচেতন করতে ও অসাধুদের সতর্ক করতে শনিবার (২২ নভেম্বর ) উপজেলার বিভিন্ন জায়গায় বিলবোর্ড স্থাপন করা হয় হয়।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলমগীর হোসেন ও কার্যকরী সদস্যরা । বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা।

উল্লেখ্য যে, “পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা নীলফামারী জেলা সহ কয়েকটি উপজেলায় ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে।