বিদ্যুৎস্পৃষ্টে বেরোবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

2025-11-26 17:20:38

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থী শিপন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে বগুড়ায় তার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিপন মিয়া হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানান, শিপন ছিলেন শান্ত, ভদ্র ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। তার মৃত্যুতে বিভাগে শোকের আবহ বিরাজ করছে।

মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী ও পরিচিতজনরা গভীর শোক প্রকাশ করেন। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।