গঙ্গাচড়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

2025-12-08 15:18:03

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় অক্টোবরের আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (২৯ নভেম্বর) আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা এলাকায় এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান। প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন রংপুর-১ আসনের প্রার্থী মোঃ রায়হান সিরাজী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, “ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন-জীবিকায় গভীর ক্ষত তৈরি করে। এমন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সচেতন নাগরিকের সামাজিক ও মানবিক দায়িত্ব। সবার সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠতে পারে। মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করেই আজকের এই সহায়তা কর্মসূচি আয়োজন করেছি। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জনগণের দুঃসময়ে পাশে থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে। শুধু আর্থিক সহায়তা নয়, মানুষের অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক নিরাপত্তা জোরদারে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।”

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ রায়হান সিরাজী বলেন, “এই দুর্গত পরিবারগুলোর চোখের জলই বলে দেয় তাদের কষ্টের গভীরতা। রাষ্ট্র ও সমাজের পক্ষ থেকে তাদের প্রতি আরও বেশি নজর দেওয়া উচিত। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ঘরবাড়ি মেরামত, কৃষিজ উপকরণসহ জীবন ও জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনগুলো দ্রুত সমাধানের উদ্যোগ প্রয়োজন। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা আজ তাদের পাশে দাঁড়িয়েছি।”

তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা ছাড়া প্রকৃত নেতৃত্বের মূল্যায়ন হয় না। আগামী দিনে গঙ্গাচড়ার উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করব। মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি।”

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আশরাফুল আলম, জামায়াত নেতা মাওলানা সামিউল ইসলাম, মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।