হরকলিতে ইটের সলিং কাজ উদ্বোধন

2025-12-08 20:21:56

 

আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:   

রংপুর সদর উপজেলার, ২ নং হরিদেবপুর ইউনিয়নের, ৫নং ওয়ার্ডের হরকলি রাস্তায় ইটের সলিং কাজ শুরু ৷ গতকাল নওশাদ এর মেল থেকে রানুর গ্যারেজ পর্যন্ত রাস্তার ইটের সলিং এর কাজ উদ্বোধন করেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ  গোলজার হোসেন। হরকলি গ্রামের এলাকাবাসী ও ব্যবসায়ীরা অনেক খুশি তাদের আর কাঁদা দিয়ে চলাচল করতে হবে না ৷