আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার ,২নং হরিদেবপুর ইউনিয়নের স্মাট ফ্যামিলি কার্ডধারীদের ব্যক্তিদের মাঝে টিসিবি মাল বিতরণ করা হয় ৷ গতকাল শনিবার স্মাট ফ্যামিলি (টিসিবি) কার্ডের মালামাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন অত্র ২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ কায়সার আলী ৷ মাল বিতরণ কার্যক্রম হলো মেসার্স মিথিলা ট্রোডার্স রতিরামপুর বাজার ও পাগলাপীর ব্র্যাক অফিস সংলগ্ন, মেসার্স সম্পা ট্রেডার্স ৷সকাল ০৯:০০হতে বিকাল ০৫:০০টা পর্যন্ত স্মাট ফ্যামিলি(টিসিবি)কার্ডের মালামাল বিতরন করা হয়েছে,প্যাকেজ মূল্য ৫৪০/- টাকা মাত্র৷ ২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ কায়সার আলী বলেন আগামীকাল রোজ রবিবারে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ করা হবে ৷ টিসিবি কার্ডের মাল পেয়ে খুশি অনেক পরিবার৷