কিশোরগঞ্জে আমাদের প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

2025-12-08 23:01:49

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

সত্যের সন্ধানে অবিরাম স্লোগানকে ধারণ করে "দৈনিক আমাদের প্রতিদিন" পত্রিকা অগ্রযাত্রার ১০ম বর্ষে পদার্পণ ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবে কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি বিপিএম জয় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে আমির আব্দুর রশিদ শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস, উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক আ.ফ.ম. ফজল কাদের, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ তনা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, আমাদের প্রতিদিনের জেলা প্রতিনিধি সিএসএম তপন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত "দৈনিক আমাদের প্রতিদিন" খুব অল্প সময়ের মধ্যেই পাঠকদের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। সাহসিকতা ও সত্যনিষ্ঠার সঙ্গে সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখলে এই পত্রিকা আগামী দিনে আরও বড় ভূমিকা রাখতে পারবে। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।